জাপানে ৬.৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি – Daily Bhorer Potrika

জাপানে ৬.৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ১৪, ২০২৫

জাপানের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী এক ভূমিকম্পে জমি কেঁপে উঠেছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দেশটির আবহাওয়া বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে। কিছুদিন আগে একই অঞ্চলে ঘটে যাওয়া ৭.৫ মাত্রার ভূমিকম্পে অন্তত ৫০ জন আহত হয়েছিলেন, এ খবর আল জাজিরার প্রতিবেদন থেকে জানা গেছে।

প্রাথমিকভাবে, জাপানের আবহাওয়া সংস্থা ভূমিকম্পটির তীব্রতা ৬.৫ বলে জানিয়েছিল, এরপর এটি সংশোধন করে ৬.৭ মাত্রায় পৌঁছায়। সংস্থাটি সতর্ক করে বলেছে যে, উত্তর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে একটি প্রায় এক মিটার (তিন ফুট) উচ্চতার সুনামি ঢেউ আঘাত হানার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, জাপান প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত হওয়ায় এখানকার জমিতে অনেক সময় ভূমিকম্প ঘটে থাকে। ২০১১ সালে ঘটে যাওয়া ৯.১ মাত্রার তোহোকু ভূমিকম্প ও সেই বাজারে সৃষ্ট সুনামি দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়ংকর প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে অন্যতম। সেই ভূমিকম্পে ২২,০০০ এর বেশি মানুষ নিহত হন এবং ফুকুশিমা দাইইচি পারমাণবিক কেন্দ্রের বিপর্যয় ঘটিয়ে ভয়াবহ তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে।

এছাড়া, জাপান অবিরত ভূমিকম্পের মুখোমুখি হওয়ার জন্য পরিচিত, যা এই অঞ্চলকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ করে তোলে।