ফের আরাকান আর্মির হাতে ৬ বাংলাদেশি জেলে আটক – Daily Bhorer Potrika

ফের আরাকান আর্মির হাতে ৬ বাংলাদেশি জেলে আটক

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ৬, ২০২৫

কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে আবারো মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ছয়জন বাংলাদেশি জেলেকে আটক করেছে। এই সময় তাদের সাথে থাকা পাঁচটি মাছ ধরা নৌকাও জব্দ করা হয়েছে। গ্লোবাল আরাকান নেটওয়ার্ক নামে একটি ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, এই ঘটনাটি ঘটে ভারতের সীমান্তসংলগ্ন বাংলাদেশের টেকনাফের ঝিমংখালি এলাকার নাফ নদীতে। জানা যায়, জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে মাছ ধরার অভিযোগে আরাকান কোস্টাল সিকিউরিটি ফোর্সের সদস্যরা এই জেলেদের আটক করে। ৩ ডিসেম্বর ভোর ৩টার দিকে এ ঘটনা ঘটে, আর ওই সময়ের মধ্যে কলেরার লোকজন নৌকা নিয়ে মাছ শিকারে ছিলেন। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এই তথ্য নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। হোয়াইক্যং ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু জানান, ওই দিন মাছ ধরতে গিয়ে বাদশা, মোহাম্মদ সেলিম ও রিয়াজ উদ্দিনসহ ছয়জনের মধ্যে দুজন হোয়াইক্যং উত্তর পাড়ার বাসিন্দা এবং অন্যরা রোহিঙ্গা বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমামুল হাফিজ নাদিম বলেছেন, এই ঘটনা সম্পর্কে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কেউ এখনও তাদের কাছে খবর দেয়নি। তবে বিষয়টি তদন্তের জন্য তিনি সব ধরনের ব্যবস্থা নিচ্ছেন।