ইসি তপশিল-নির্বাচন বিষয়ে বিভ্রান্তি এড়ানোর অনুরোধ জানাল – Daily Bhorer Potrika

ইসি তপশিল-নির্বাচন বিষয়ে বিভ্রান্তি এড়ানোর অনুরোধ জানাল

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ৬, ২০২৫

আগামী জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি এই কথা বলেন আজ, শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে।

আখতার আহমেদ স্পষ্টত উল্লেখ করেন, এখনো পর্যন্ত নির্বাচন কমিশন তপশিল বা নির্বাচনের তারিখ ঘোষণা করেনি। যারা কোনো তারিখের ঘোষণা করার দাবি করছে, তা তারা নিজের ব্যক্তিগত ধারণা বা ভবিষ্যদ্বাণীর ভিত্তিতে করছে, এবং এ বিষয়ে তাদের ব্যক্তিগত দায়িত্ব।

তিনি আরও বলেন, দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে দায়িত্বশীল সংবাদ পরিবেশন খুবই গুরুত্বপূর্ণ, এবং এ ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রসঙ্গত, বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, জানানো হচ্ছে যে নির্বাচনটির তপশিল ১১ ডিসেম্বর ঘোষণা হতে পারে। আবার কিছু সূত্র ফেব্রুয়ারিতে ভোটের সম্ভাব্য তারিখের কথা বলছে।

অপরদিকে, নির্বাচন কমিশন আগামী রোববার তপশিল ঘোষণা নিয়ে আনুষ্ঠানিক বৈঠক করবে বলে জানা গেছে। এ বিষয়ে উল্লেখ্য, ইসি রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার জন্য চিঠি পাঠিয়েছে, যেখানে জানানো হয়েছে, তারা ১০ বা ১১ ডিসেম্বর সাক্ষাতের জন্য সময় চেয়েছে।

উল্লেখ্য, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ইসির চিঠির জবাবে আগামী ১০ ডিসেম্বর দুপুর ১২টায় সাক্ষাতের সময় নির্ধারণ করেছেন।