বিজিবিভারতীয় নারী সোনালী খাতুনকে মানবিক কারণে বিএসএফের কাছে হস্তান্তর করল – Daily Bhorer Potrika

বিজিবিভারতীয় নারী সোনালী খাতুনকে মানবিক কারণে বিএসএফের কাছে হস্তান্তর করল

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ৬, ২০২৫

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আজ এক মানবিক উদ্যোগে ভারতের অন্তঃসত্ত্বা নারী সোনালী খাতুন ও তার ছেলেকে বিএসএফের কাছ থেকে সৌহার্দ্যপূর্ণভাবে হস্তান্তর করেছে। এই ঘটনা ঘটে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ আইসিপিতে, যেখানে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় আনুষ্ঠানিক পতাকা বৈঠকে তাঁরা নিরাপদে এবং সুস্থ অবস্থায় ফেরত দেয়া হয়। এ প্রতিনিধিত্ব করেন মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া।