বিপিএলে ফিক্সিং রোধে এবার সিআইডির কার্যক্রম চালু – Daily Bhorer Potrika

বিপিএলে ফিক্সিং রোধে এবার সিআইডির কার্যক্রম চালু

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ৪, ২০২৫

আসন্ন বিপিএলে গুরুতর দুর্নীতি ও ফিক্সিং প্রতিরোধে নজরদারির জন্য ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত বিপিএলে কিছু সন্দেহভাজন ক্রিকেটার ব্যক্তিগতভাবে নিলাম থেকে বাদ পড়ার ঘটনা এবং ফিক্সিংয়ের সুস্পষ্ট সংযোগের কারণে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে যেন এই প্রকার দুর্নীতি লুকানো বা সংঘটিত না হয়, সে জন্য বিসিবি কঠোর পরিকল্পনা গ্রহণ করেছে।

নির্ধারিত পরবর্তী আসরে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিতে যোগদান করবে ক্রিমিন্যাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)-এর বিশেষ সদস্য দল। এই ব্যাপারে বিসিবির সহসভাপতি সাখাওয়াত হোসেন জানান, সিআইডির সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করা হবে, যার মাধ্যমে এই কর্মসূচি আরম্ভ হবে।

শনিবার (৩০ নভেম্বর) বিপিএলের নিলাম শেষে সাংবাদিকদের সামনে এই ঘোষণা দেন তিনি। সাখাওয়াত হোসেন বলেন,