সরকার এখনও জানে না তারেক রহমানের ফেরার বিষয়ে: পররাষ্ট্র উপদেষ্টা – Daily Bhorer Potrika

সরকার এখনও জানে না তারেক রহমানের ফেরার বিষয়ে: পররাষ্ট্র উপদেষ্টা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ২, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে এখনো পরিবার বা দলের পক্ষ থেকে সরকারকে কোনো আনুষ্ঠানিক বার্তা দেওয়া হয়নি বলে জানিয়েছেন আন্তঃসরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য প্রকাশ করেন।

বর্তমানে গুলশান কারাগারে বন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এক হাসপাতালে ভর্তি আছেন। এ অবস্থায় তারেক রহমানের ফিরে আসার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে। এ পরিস্থিতিতে সরকারের অবস্থান পরিষ্কার করতে ব্যস্ত পররাষ্ট্র উপদেষ্টা।

তৌহিদ হোসেন বলেন, তাঁরেক রহমান এখনো ট্রাভেল পাস চাননি। ‘চাইলেই তা দেয়া হবে’ উল্লেখ করে তিনি জানান, লন্ডনে থাকা বিএনপি নেতার ঢাকায় আসার বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা চলাকালে সরকার এ ব্যাপারে কী ধরনের ব্যবস্থা নেবে—এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, পরিবারের বা দলের সিদ্ধান্ত অনুযায়ী সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

এর আগে ৩০ নভেম্বর তিনি বলেছিলেন, যদি তারেক রহমান দেশে ফিরে আসতে চান, তাহলে এক দিনের মধ্যেই তাকে ‘ওয়ান টাইম পাস’ দেওয়া সম্ভব। তিনি বলেছিলেন, ‘আজ যদি বলি, তিনি আসবেন, তাহলে পরের দিন পাস দেওয়া যাবে; পরশুদিনই তিনি প্লেনে উঠতে পারবেন।’

২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হয়ে প্রায় ১৮ মাস কারাবন্দি ছিলেন তারেক রহমান। ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার পর, ওই বছরের ১১ সেপ্টেম্বর পরিবারসহ লন্ডনের উদ্দেশে দেশ ত্যাগ করেন তিনি এবং এরপর থেকে সেখানেই অবস্থান করছেন।

আজকের খবর/ এমকে