ঋণ অবলোপনে সময়ের বাঁধা তুলে নিল বাংলাদেশ ব্যাংক – Daily Bhorer Potrika

ঋণ অবলোপনে সময়ের বাঁধা তুলে নিল বাংলাদেশ ব্যাংক

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ২০, ২০২৫

বাংলাদেশ ব্যাংক ঋণ অবলোপনে সময়জনিত বাধা ও নিষেধগুলো তুলে দিয়েছে। এখন থেকে যেসব ঋণ মন্দ বা ক্ষতিপূরণযোগ্য হিসেবে শ্রেণীকৃত, সেগুলোর অবলোপন করা সম্ভব হবে। বুধবার (১৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এই সম্পর্কিত একটি সার্কুলার জারি করেছে।

সার্কুলারে জানানো হয়েছে, মন্দ বা ক্ষতিজনক মানে অর্থাৎ শ্রেণীকৃত এবং ভবিষ্যতে সেই ঋণের পরিশোধের সম্ভাবনা ক্ষীণ—এমন ঋণগুলো এখন থেকে অবলোপন করা যাবে। তবে, এই প্রক্রিয়া পর্যায়ক্রমে, অর্থাৎ অধিক পুরোনো ঋণের ক্ষেত্রে আগে অগ্রাধিকার ভিত্তিতে অবলোপন করা হবে। এক জন্য ঋণ অবলোপনের আগে ঋণগ্রহীতাকে অন্তত ১০ কর্মদিবস আগে নোটিশ দিয়ে বিষয়টি জানাতে হবে।

অতীতে চলে আসা নির্দেশনার পাশাপাশি, এই নতুন নিয়মগুলো বাস্তবায়নের জন্য বাংলাদেশ ব্যাংকের বিআরপিডি সার্কুলার নং-০৪/২০২৪ এর অনুচ্ছেদ ২(১)-এ নতুন নির্দেশনাগুলো প্রতিস্থাপিত হয়েছে।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে সকল ঋণ দুটি বছরের বেশি সময় ধরে মন্দ বা ক্ষতিজনক মানে রাখা হয়েছে, সেই সব ঋণ হিসাব অবলোপন করা যাবে। এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।