২০২৬ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি – Daily Bhorer Potrika

২০২৬ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ১০, ২০২৫

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। গতকাল রবিবার, ৯ নভেম্বর, জনগনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, নতুন বছরে সরকারিভাবে মোট ১৪ দিন সাধারণ ছুটি থাকবে। এছাড়াও, নির্বাহী আদেশে আরো ১৪ দিন সরকারি ছুটি কার্যকর থাকবে।

অন্যদিকে, বিভিন্ন ধর্মের অনুসারীদের জন্য নির্ধারিত ঐচ্ছিক ছুটির সংখ্যাও নির্ধারণ করা হয়েছে। মুসলিম ধর্মাবলম্বীদের জন্য মোট ৫ দিন, হিন্দু ধর্মের জন্য ৯ দিন, খ্রিস্টান ধর্মের জন্য ৮ দিন, বৌদ্ধ ধর্মের জন্য ৭ দিন এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর কর্মচারীদের জন্য ২ দিন আলাদা ছুটি নির্ধারিত হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, ২০২৬ সালে সরকারি, আধা-সরকারি দপ্তর, সংবিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত সংস্থাগুলোতে এই ছুটিসমূহ পালন করা হবে।

এ ছাড়াও, প্রজ্ঞাপনে বলা হয়েছে, একজন কর্মচারী তার নিজ ধর্ম অনুযায়ী বছরে সর্বোচ্চ ৩ (তিন) দিন ঐচ্ছিক ছুটি ভোগ করতে পারবেন। এই ছুটির জন্য নিজ দপ্তর বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমোদন নেওয়া আবশ্যক।

কর্মচারীরা এই ঐচ্ছিক ছুটি সাধারণ ছুটি, নির্বাহী আদেশে দেওয়া ছুটি, ও সাপ্তাহিক ছুটির সঙ্গে যুক্ত করে ভোগ করতে পারবেন। যদি কোনও অফিসের নিজস্ব নিয়ম-কানুন বা আইন এই ছুটি নিয়ন্ত্রণ করে, বা সরকারি স্বীকৃতিপ্রাপ্ত কোনও প্রতিষ্ঠানের চাকরি হয়, তবে সেও নিজস্ব আইনের ভিত্তিতে প্রয়োজন অনুযায়ী এ জামানা দিতে পারে।

প্রসঙ্গত, এর আগে গত ৬ নভেম্বর, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করে। সুতরাং, মোট ছুটির দিন হবে ২৮ দিন, যার মধ্যে ৯ দিন পড়বে সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার।

আজকের খবর/ এমকে