একই মঞ্চে তিন দিনে চার প্রদর্শনী ‘খনা’ নাটকের – Daily Bhorer Potrika

একই মঞ্চে তিন দিনে চার প্রদর্শনী ‘খনা’ নাটকের

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: অক্টোবর ৩০, ২০২৫

আগামী তিন দিনে টানা চারটি প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে বটতলা নাট্যপ্রযোজনা সংস্থার অন্যতম জনপ্রিয় নাটক ‘খনা’ নাটকের। নাটকটির ৯৫তম থেকে ৯৮তম মঞ্চায়ন এই সময়টিতে অনুষ্ঠিত হবে। বটতলা কর্তৃপক্ষ জানায়, এই আয়োজন চলবে ২৯, ৩০ এবং ৩১ অক্টোবর। পর্যায়ক্রমে বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে এই নাটকের আয়োজন করা হচ্ছে।

নির্দেশক মোহাম্মদ আলী হায়দার বলেন, ‘’খনা’ এমন এক আখ্যানের গল্প, যা নারী ও শ্রেণির প্রশ্ন তুলে ধরে। গল্পটি পনেরোশ বছর পুরনো হলেও আজও ততটাই প্রাসঙ্গিক। প্রজন্মান্তরে চলে আসা কৃষি জ্ঞান ও প্রজ্ঞার ধারায় খনার নামে বহমান এই জ্ঞান, কুষ্ঠির খোঁজে নাটক ‘খনা’ চরিত্রের মাধ্যমে চাষিদের বেগুনের মাঠ, কলা বাগান ছাড়িয়ে ছোট্ট উঠানে তুলে ধরেছে। পাশাপাশি এটি জীবনের নানা প্রশ্নের উপরে এক অন্য সত্যের মুখোমুখি দাঁড় করায় দর্শকদের।’

নাটকটির মাধ্যমে নারী, সমতা, শ্রেণি ও ক্ষমতা কাঠামোর নানা জটিল সম্পর্কের গল্প উঠে আসে, যা সময়ের সীমা ছাড়িয়ে আজকের বাস্তবতার সঙ্গে মিলে যায়। আন্তর্জাতিক নারী দিবসের শততম বর্ষপূর্তি উপলক্ষে প্রথমবারের মতো কেন্দ্রীয় শহিদ মিনারে এই নাটকের মঞ্চায়ন শুরু হয়। এর পরে দেশের বিভিন্ন অংশে ৯৪টিরও বেশি প্রদর্শনী সম্পন্ন হয়েছে, যেখানে দেশের বাইরেও নানা দেশে দর্শকের বিশাল আগ্রহ ও প্রশংসা পেয়েছে।

বটতলা জানায়, স্টুডিও থিয়েটার হলে এই ‘খনা’ নাটকের টানা তিন দিনের চারটির প্রদর্শনীতে শিক্ষার্থীদের জন্য টিকিটের মূল্য ৫০% ছাড়ে বিক্রি হবে। আগ্রহীরা ক্লিক করে সহজেই টিকিট বুক করতে পারবেন।

নাটকের নাট্যনির্মাণে মূল রচনা করেছেন সামিনা লুৎফা নিত্রা, নির্দেশনায় রয়েছেন মোহাম্মদ আলী হায়দার। মঞ্চ ও আলোর দায়িত্বে আছেন আবু দাউদ আশরাফী, সংগীতের অংশে ব্রাত্য আমিন, শারমিন ইতি ও জিয়াউল আবেদিন রাখাল। পোশাকের জন্য টাহিমিনা সুলতানা মৌ ও তৌফিক হাসান, প্রিপসের দায়িত্বে ছিলেন হুমায়রা আখতার। কোরিওগ্রাফিতে অংশ নিয়েছেন নাসিরুদ্দিন নাদিম ও মোহাম্মাদ রাফী।

অন্যদিকে, মঞ্চে থাকছেন সামিনা লুৎফা নিত্রা, কাজী রোকসানা রুমা, ইভান রিয়াজ, মোহাম্মদ আলী হায়দার, তৌফিক হাসান, মিজানুর রহমান, শেউতি শাহগুফতা, কামারুজ্জামান সাঈদ, হাফিজা আক্তার ঝুমা, চন্দন পাল, আবদুল কাদের, লায়েকা বশীর, পলাশ নাথ, সানজিদা ইয়াসমীন, বাকেরুল ইসলাম, রেওয়াজ, সৃষ্টি, পুঁথি সহ আরও অনেকে।