লুলা: জাতিসংঘ এখন কার্যকর নয়, নিরাপত্তা পরিষদ অকার্যকর – Daily Bhorer Potrika

লুলা: জাতিসংঘ এখন কার্যকর নয়, নিরাপত্তা পরিষদ অকার্যকর

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: অক্টোবর ২৬, ২০২৫

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা বলেছেন, বর্তমানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যকর নীতিমালা ও নেতৃত্ব প্রদান করতে ব্যর্থ। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

লুলা বলেন, সাম্প্রতিক বড় বড় যুদ্ধের জন্য যে দেশগুলো দায়ী, সেই দেশগুলোই এর সদস্য, অথচ তারা গাজায় চলমান মানবিক বিপর্যয় ও গণহত্যার সময় নীরব দর্শক হিসেবে বসে রয়েছেন। তিনি ব্যাখ্যা করেন, এসব দেশ কোনো পরামর্শ বা জবাবদিহি ছাড়াই নিজেদের স্বার্থে যুদ্ধ চালাচ্ছে।

তিনি আরো বলেন, আজকের জাতিসংঘ কাজ করা বন্ধ করে দিয়েছে, ফলে বিশ্বে কার্যকর কোনো নেতৃস্থানীয় সংগঠন আর নেই। তিনি প্রশ্ন তোলেন, গাজায় দীর্ঘদিন ধরে চলা গণহত্যা ও মানবিক বিপর্যয়ের মধ্যেও বৃহৎ দেশগুলো কেন চুপ করে বসে আছেন।

প্রসঙ্গত, লুলা চলমান এই সফরে কুয়ালালামপুরে থাকা অবস্থায় আন্তর্জাতিক বিষয়াবলি নিয়ে মন্তব্য করেন, যা প্রথম তার মালয়েশিয়া সফর। এ সময় তিনি আসিয়ান সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।

এছাড়াও, তিনি বিশ্বে জলবায়ু পরিবর্তন ও জলবায়ু সংকটে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন, বলছেন যে, বিশ্বশক্তিগুলি নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করছে না, যার ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দরিদ্র জনগোষ্ঠী।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, লুলা একজন আদর্শ নেতা, যিনি শ্রমজীবী মানুষের মর্যাদা, সামাজিক ন্যায়বিচার ও মানবতার পক্ষে কথা বলেন। গাজার মানুষের দুর্দশা ও জলবায়ু সংকট মোকাবিলায় তার উদ্যোগ প্রশংসার যোগ্য বলে তিনি উল্লেখ করেন।

সাক্ষাৎ শেষে আনোয়ার সোশ্যাল মিডিয়ায় বলেন, ‘আমরা বৈশ্বিক অর্থনীতি, প্রযুক্তি, শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রে আরও সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে একমত হয়েছি।’