কাজ কমলেও প্রেমের জোয়ারে সাদিয়া আয়মান – Daily Bhorer Potrika

কাজ কমলেও প্রেমের জোয়ারে সাদিয়া আয়মান

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: অক্টোবর ২৪, ২০২৫

বেশ কিছু দিন ধরে তার হাতে কোনও উল্লেখযোগ্য কাজ নেই বলে জানা গেছে। বলা যায়, তার সঙ্গেই রয়েছেন সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন ঘটনাক্রমে ঝামেলায় জড়িয়ে কাজের চাপ বাড়ছে। তবে এইসব ঘটনার মধ্যেও সাদিয়া আয়মানের আলোচনায় রয়েছেন তার প্রেমের সম্পর্ক নিয়ে।

গুঞ্জন রয়েছে, বাংলাদেশের জনপ্রিয় নির্মাতা রেদওয়ান রনি এবং টেলিভিশন তারকা সাদিয়া আয়মানের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে এই সম্পর্কের ব্যাপারে বেশ জলঘোলা হয়েছে। একদিকে তৃতীয় পক্ষের গুঞ্জনকে ভেঙে দিতে সাদিয়া ও রেদওয়ান একসঙ্গে বিভিন্ন ছবি শেয়ার করেন। তবে মিশ্র বক্তব্যে স্পষ্ট করে কিছুই বলেননি।

এখন তারা প্রকাশ্যই স্বীকার করেছেন, রেদওয়ান রনি আর সাদিয়া আয়মানের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। দেশের একটি গণমাধ্যমের ভিডিও সাক্ষাৎকারে অংশ নেওয়াকালীন, উপস্থাপিকা মৌসুমী মৌ একটি ছোট চিরকুট সাদিয়া আয়মানের হাতে তুলে দেন। সেই চিরকুটে লেখা ছিল, ‘প্রেমের গুজব সত্য কি না?’

উত্তরে সাদিয়া আয়মান বলেন, ‘যে গুজব রটে, সেটার কিছুটা হলেও সত্যতা রয়েছে।’ এর পাশাপাশি গণমাধ্যমের ক্যাপশনে উল্লেখ ছিল, ‘রেদওয়ান রনির সঙ্গে প্রেমের কথা স্বীকার করলেন সাদিয়া আয়মান’।

ফাতেমা তাসনিম সিরাজের পরিচিতি সেভাবে আজকের খবরের মাধ্যমে পরিচিতি পেয়েছেন। তিনি মূলত টেলিভিশন ধারাবাহিক ‘টু বিএ ওয়াইফ’ (২০১৯) নাটকে অভিনয় দিয়ে প্রথম পরিচিতি পান। এরপর শিহাব শাহীন পরিচালিত ‘মায়াশালিক’ (২০২২) নাটকে অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন। বড় পর্দায় তার অভিষেক হয় গিয়াস উদ্দিন সেলিমের পরিচালিত ‘কাজলরেখা’ (২০২৪) চলচ্চিত্রের মধ্য দিয়ে।