নবীন নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম আঞ্চলিক ভাষায় ‘দেলুপি’ সিনেমা আসছে – Daily Bhorer Potrika

নবীন নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম আঞ্চলিক ভাষায় ‘দেলুপি’ সিনেমা আসছে

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: অক্টোবর ১১, ২০২৫

রাজশাহীর আঞ্চলিক ভাষা ও স্থানীয় অ-অভিনেতাদের দিয়ে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম। তার তৈরি দুইটি ওটিটি সিরিজ—‘শাটিকাপ’ ও ‘সিনপাট’—মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে দর্শকদের প্রশংসায় ভাসছে। এই সাফল্যের পর তিনি এবার একই ধারায় নতুন কিছু নির্মাণের ঘোষণা দিলেন, যার নাম ‘দেলুপি’। তবে এবার এটি সিরিজ নয়, পুরো একটি সিনেমা, যা প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।