নুরের দাবি, কারো সঙ্গে জোট বা আসন সমঝোতা করেনি গণ অধিকার পরিষদ – Daily Bhorer Potrika

নুরের দাবি, কারো সঙ্গে জোট বা আসন সমঝোতা করেনি গণ অধিকার পরিষদ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: অক্টোবর ১০, ২০২৫

গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর স্পষ্ট করে বলেছেন, তারা কোনও রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতা করেনি। তিনি বলেন, আমরা এমনকি ৩০০ আসনে প্রার্থীর তালিকা প্রস্তুত করে voting দিচ্ছি। কোনও জোট বা আসন সমঝোতা হয়নি। বৃহস্পতিবার (৯ অক্টোবর) একটি ফেসবুক স্ট্যাটাসে তিনি এই ঘোষণা দেন।

নুর লেখেন, অনেকের মনোভাব হতে পারে যে, গণ অধিকার পরিষদ কিছু দলের সঙ্গে নির্বাচনী জোট বা আসন সমঝোতা করেছে—কিন্তু এই বিষয়টি সত্য নয়। তিনি উল্লেখ করেন, গত এক বছরে একশোবারেরও বেশি বার মিডিয়ার সামনে বলেছেন, আমাদের কোনও দল বা জোটের সঙ্গে আলোচনা হয়নি। তবে, নির্বাচন আসার শর্তে বর্তমানে কিছু দলের সঙ্গে আলোচনা চলছে, যেখানে আমরা ৩০০ আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছি। ইতিমধ্যে ৩৬টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।

নুর আশ্বাস দেন যে, এ মাসের মধ্যেই বাকি আসনগুলোর প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। তিনি বলেন, এসব বিষয়ে মনগড়া বা অনুমাননির্ভর সংবাদ বা খবর ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি, কারণ এতে বিভ্রান্তি সৃষ্টি হয়।

শেষে, তিনি দলের দুই দায়িত্বপ্রাপ্ত নেতার নাম ও ফোন নম্বর দিয়ে বলেন, কোনও তথ্যের প্রয়োজন হলে তাঁদের সঙ্গে যোগাযোগ করুন।