শুক্রবার ১৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকছে আশুলিয়া ও এর আশপাশের এলাকায় – Daily Bhorer Potrika

শুক্রবার ১৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকছে আশুলিয়া ও এর আশপাশের এলাকায়

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: অক্টোবর ৯, ২০২৫

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের জন্য জরুরি পাইপলাইন স্থানান্তর কাজের কারণে আগামীকাল শুক্রবার সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত মোট ১৬ ঘণ্টা ঢাকা জেলার বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকেবে। আজ বৃহস্পতিবার তিতাস গ্যাস কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছেন। তারা বলছেন যে, এই সময়ে আশুলিয়া টিবিএস থেকে বাইপাইল পর্যন্ত রাস্তার উভয় পাশের এলাকা, ঢাকা ইপিজেড, মালঞ্চ পাওয়ার প্ল্যান্ট, কাশিমপুর, সারদাগঞ্জ, হাজী মার্কেট, শ্রীপুর, চন্দ্রা, নবীনগর, কাঠগড়া, জিরাবো, গাজীরচট, নয়াপাড়া, দেওয়ান ইদ্রিস সড়কসহ আশেপাশের এলাকার সব শ্রেণির গ্যাস গ্রাহকের সরবরাহ বন্ধ থাকবে। এর পাশাপাশি, আশপাশের এলাকাগুলিতে গ্যাসের স্বল্পচাপ অনুভূত হতে পারে বলে জানানো হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত ভোগান্তির জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।