বিমানবন্দরে আটক সোহেল তাজ – Daily Bhorer Potrika

বিমানবন্দরে আটক সোহেল তাজ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: সেপ্টেম্বর ২৭, ২০২৫

যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে আটক করা হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) তার বোন, মাহজাবিন আহমদ মিমি, সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘সোহেল তাজের বিদেশযাত্রায় বাঁধা দেওয়া হয়েছে।’ কবে এ ঘটনা ঘটেছে, জিজ্ঞাসা করা হলে মিমি বললেন, ‘সম্ভবত বুধবার (২৫ সেপ্টেম্বর) এটি ঘটেছে।’ তবে কেন তাকে আটকে রাখা হয়েছে, তা তিনি বিস্তারিত জানাতে রাজি নয়, শুধু বললেন, ‘সেটা তাদেরই জিজ্ঞাসা করুন।’