আমি থাকলে সারের দাম বাড়বে না: কৃষি উপদেষ্টা – Daily Bhorer Potrika

আমি থাকলে সারের দাম বাড়বে না: কৃষি উপদেষ্টা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: সেপ্টেম্বর ২৬, ২০২৫

কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন যে, দেশের কোনো জায়গায় সারের সংকট নেই। সব সংশ্লিষ্ট সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে এবং তিনি আশ্বাস দিয়েছেন, যে তিনি থাকলে দেশের সারের দাম বাড়বে না। বুধবার (২৫ সেপ্টেম্বর) সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব মন্তব্য করেন।

কৃষি উপদেষ্টা আরও জানান, সারের নীতিমালা তৈরি করতে একটি জাতীয় কমিটি গঠন করা হচ্ছে। এছাড়া ডিলারশিপের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসছে। গ্যাস সংকটের কারণে সারের কোনও সমস্যা হবে না বলে তিনি আশ্বাস দেন। এর পাশাপাশি, সারের বকেয়া ২০ হাজার ৬৯১ কোটি টাকা পরিশোধ করা হয়েছে।

তিনি আরও বলেন, এই বছর আলুর উৎপাদন বেশি হলেও কৃষকরা তার উপযুক্ত মূল্য পাচ্ছেন না। আমরা চাই কৃষকদের স্বার্থে আলুর দাম আরও বৃদ্ধি পাক।

অতিরিক্ত সুখবর হিসেবে, তিনি জানান যে, চীনে প্রথমবারের মতো আম রপ্তানি করা হয়েছে। আগামীতেও দেশের বাজারে কাঠাল রপ্তানির পরিকল্পনা রয়েছে।

এ পর্যন্ত।