উখিয়ায় অসহায় পরিবারের হাতে নগদ অর্থ ও শিক্ষাসামগ্রী বিতরণ – Daily Bhorer Potrika

উখিয়ায় অসহায় পরিবারের হাতে নগদ অর্থ ও শিক্ষাসামগ্রী বিতরণ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: সেপ্টেম্বর ২৫, ২০২৫

কক্সবাজারের উখিয়ায় সমাজের পিছিয়ে পড়া ও প্রতিবন্ধী পরিবারের স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে অনুষ্ঠানে শর্তসাপেক্ষ নগদ অর্থ সহায়তা ও শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নামে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এই উপকরণ বিতরণের আয়োজন করে। বুধবার (২৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপজেলা চারটি ইউনিয়নের মোট ৮৪টি পরিবারের হাতে প্রত্যেককে ১৮ হাজার টাকা নগদ অর্থ তুলে দেওয়া হয়। এই অর্থ পরিবারের আয় বাড়ানোর জন্য ব্যবহার করা হবে, যা দৈনন্দিন খরচের পাশাপাশি ক্ষুদ্র ব্যবসা শুরু বা সম্প্রসারণে সহায়ক হবে। এছাড়া, উপকারভোগী পরিবারের সন্তানদের জন্য একটি করে স্কুল ব্যাগ ও ১০টি খাতা প্রদান করা হয়, যেন শিক্ষাজীবন আরও সহজ হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উখিয়া প্রেসক্লাবের আহ্বায়ক সাঈদ মুহাম্মদ আনোয়ার, একাডেমিক সুপারভাইজার বদরুল আলম, ইউপি সদস্য ছৈয়দ হামজা, নুরুল কবির, প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও উপজেলা সমাজসেবা প্রতিনিধি নজরুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন কক্সবাজার এসিওর সিনিয়র ম্যানেজার রোনাল্ড প্রবীর চিসিক এবং অনুষ্ঠানের পরিচালনা করেন ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম ম্যানেজার আবুল কালাম। এলাকাবাসী জানান, এই আর্থিক সহায়তা তাদের জীবনে নতুন আশার সঞ্চার করেছে। বিশেষ করে শিশুদের পড়াশোনা, চিকিৎসা ও ক্ষুদ্র ব্যবসা শুরু করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বক্তারা বলেন, প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া মানুষকে স্বাবলম্বী করার পাশাপাশি তাদের শিশুদের শিক্ষায় বিনিয়োগ টেকসই উন্নয়নকে অর্থবহ করে তুলবে।