পূর্ণمایা উৎসবের জন্য নতুন প্রেমের গান: ‘একই ভুল হবে না আর’
লেখক: প্রতিবেদক ঢাকাপ্রকাশ: সেপ্টেম্বর ১৯, ২০২৫
কণ্ঠশিল্পী শোভন বলেন, ‘আমাদের সঙ্গে যুক্ত দুজনকে—টুনাই দা এবং বাংলাদেশের প্রখ্যাত গীতিকবি রাসেল দা—অসাধারণ পছন্দ করি। তাদের কথায় ও সুরে এই গানটি করতে পেরে আমি অনেক খুশি। আমি আশাবাদী, শ্রোতারা এই গান ভালো লাগবে।’