সঙ্গীতশিল্পী ফরিদা পারভীন মারা গেছেন – Daily Bhorer Potrika

সঙ্গীতশিল্পী ফরিদা পারভীন মারা গেছেন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: সেপ্টেম্বর ১৫, ২০২৫

দীর্ঘদিন ধরেই অসুস্থতার সাথে লড়াই করে চলে গেলেন দেশের খ্যাতনামা লালন সংগীতশিল্পী ফরিদা পারভীন। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টা ১৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শিল্পীর বড় ছেলে ইমাম নিমেরি এই দুশ্চিন্তার খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, আয়া মা আজ রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। পরিবারের অন্যান্য সদস্য ও কাছাকাছি অতিথিদের সাথে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ চক্রবর্তী মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

ফরিদা পারভীন গত কয়েক বছর ধরেই কিডনির রোগ, শ্বাসকষ্টসহ নানা জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি ডায়ালাইসিসের সময় শারীরিক পরিস্থিতির অবনতি হলে ৫ জুলাই হাসপাতালে ভর্তি করা হয়।

প্রসঙ্গত, ১৯৬৮ সালে রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে তাঁর সংগীত জীবনের শুরু ঘটে। ১৯৭৩ সালে দেশের গান গেয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। ১৯৮৭ সালে সংগীতে বিশেষ অবদানের জন্য একুশে পদক লাভ করেন তিনি।

২০০৮ সালে জাপান সরকারের কাছ থেকে ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কার পান। এছাড়াও, ১৯৯৩ সালে সিনেমার গানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এই শিল্পী।

শ্রদ্ধাঞ্জলি ও সমবেদনা প্রকাশের মধ্যে দিয়ে এ খবর জানানো হলো।