মুসলিম নেতারা কাতারে হামলার নিন্দা জানাতে আলোচনা করবেন – Daily Bhorer Potrika

মুসলিম নেতারা কাতারে হামলার নিন্দা জানাতে আলোচনা করবেন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: সেপ্টেম্বর ১৪, ২০২৫

কাতার আরব ও মুসলিম নেতাদের নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক আয়োজনের ঘোষণা দিয়েছে, যাতে দোহায় হামাস নেতাদের ওপর ইসরায়েলি হামলার কঠোর নিন্দা জানানো ও কাতারের প্রতি সংহতি প্রকাশ করা হবে। এই পরিকল্পনা সম্পর্কে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় খবর নিশ্চিত করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি জানান, আগামী সোমবার (১৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ বৈঠকের মাধ্যমে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে একটি খসড়া প্রস্তাব বিবেচনা করা হবে। এর আগে, রবিবারের মন্ত্রী পর্যায়ের বৈঠকে এ খসড়াটি প্রস্তুত করা হবে।

সরকারি বার্তা সংস্থা কিউএনএ-র বরাত দিয়ে জানানো হয়, এই সম্মেলনের মাধ্যমে ‘ইসরায়েলি রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে স্পষ্টভাবে প্রত্যাখ্যান’ এবং ‘কাতারসহ সার্বিক আরব ও মুসলিম বিশ্বের প্রতি বৃহৎ সংহতি’ প্রকাশ করা হবে।

এছাড়াও, এক দিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি বৈঠকে যোগ দেবেন, অন্যদিকে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান দোহার এই বৈঠকে থাকলেও তার উপস্থিতি এখনও নিশ্চিত করা হয়নি।

উল্লেখ্য, গত মঙ্গলবার দোহার হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলি হামলায় পাঁচজন হামাস কর্মী ও এক কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। এই হামলার ব্যাপক নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মহল, যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের মিত্র বিভিন্ন উপসাগরীয় রাষ্ট্র।

কাতারে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ সামরিক ঘাঁটি অবস্থান করছে। পাশাপাশি, এই দেশটি মিশর ও অন্য আন্তর্জাতিক উদ্যোগের সহায়তায় গাজা যুদ্ধের মধ্যস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।