ফরিদপুরে অবরোধে দুই মহাসড়কে ২৩ কিলোমিটার যানজট – Daily Bhorer Potrika

ফরিদপুরে অবরোধে দুই মহাসড়কে ২৩ কিলোমিটার যানজট

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: সেপ্টেম্বর ৯, ২০২৫

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে কাটিয়ে ফরিদপুর-৪ আসন থেকে বিচ্ছিন্ন করে ফরিদপুর-২ আসনে যুক্ত করার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে আবারও মহাসড়কে অবরোধ সৃষ্টি করেছেন স্থানীয়রা। এ অবরোধের কারণে মঙ্গলবার সকাল সোয়া ৮টার পর থেকে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কে অন্তত ২৩ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এর ফলে ঢাকার সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সড়ক যোগাযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

অবরোধকারীরা হামিরদী ইউনিয়নের পুকুরিয়া ও মাধবপুর বাসস্ট্যান্ড, পাশাপাশি আলগী ইউনিয়নের সুয়াদী এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। তারা টায়ার জ্বালিয়ে আগুন ধরাচ্ছেন, বাঁশ ও কাঠ ফেলে রাস্তা অবরুদ্ধ করে রেখেছেন। এছাড়াও, ঘুমানোর চৌকি রেখে সড়ক জ্যামে ফেলে রেখেছেন। এর ফলে ঢাকা-বরিশাল মহাসড়কের তালমার মোড় থেকে পুকুরিয়া পর্যন্ত ১২ কিলোমিটার, ভাঙ্গা দক্ষিণ পাড় থেকে টেকেরহাটের দিকে তিন কিলোমিটার, এবং ঢাকা-খুলনা মহাসড়কের ঢাকাতে ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মিলিগ্রাম থেকে ভাঙ্গা ছয় কিলোমিটার ও সুয়াদী থেকে জয় বাংলা মোড়ের দিকে অন্তত ২ কিলোমিটার করে যানজট সৃষ্টি হয়েছে। এই দুই মহাসড়ক মিলিয়ে প্রায় ২৩ কিলোমিটার যানবাহন আটকা পড়েছে।

জনপ্রতিনিধি, সাধারণ মানুষ ও যানবाहনাচালকের অসহায়ত্বের কারণে শত শত বাস, ট্রাক ও ব্যক্তিগত গাড়ি আটকা পড়েছে। যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। এলাকাবাসী জানিয়েছেন, ভাঙা অঞ্চলের মানুষ হিসেবে তারা এই অবরোধের বিরুদ্ধে, এবং কোনভাবেই ভাঙাকে বিভক্ত করতে দেবেন না। তারা আরও বলেছেন, আমরা ভাঙার মানুষ, ভাঙাতেই থাকতে চাই।

এক নারী যাত্রী, শারমিন আক্তার, বলেন, ‘ফরিদপুর শহর থেকে ভাংগার দিকে যাচ্ছিলাম। হঠাৎ করে বাস আমাকে তালমার মোড়ে নামিয়ে দিয়ে গেছে এবং সামনের অবরোধের কারণে হেঁটে স্কুলের দিকে রওনা হয়েছি। কখন পৌঁছাতে পারবো বলতে পারছি না। তবে ভাঙ্গা এলাকার দাবি আমাদের সমর্থন।’

এ সময় ভাঙ্গা থানার পুলিশ ও হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করছেন। তবে ব্যাপক সংখ্যক অবরোধকারীর থাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। জরুরি কিছু যানবাহন ছাড়া অন্যান্য সব গাড়িই অচল হয়ে পড়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মো. রোকিবুজ্জামান, জানিয়েছেন, মহাসড়ক পুরোপুরি বন্ধ থাকায় চারদিকে যানজট সৃষ্টি হয়েছে। গাছের গুঁড়ি ফেলে রাখার কারণে পুলিশের গাড়ি চালাতেও অসুবিধা হচ্ছে। তিনি আরও বলেন, তারা মহাসড়ক পরিস্কার করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু অবরোধকারীদের বোঝানো এখনো সফল হয়নি।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের গেজেটে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলা আলগী ও হামিরদী ইউনিয়নকে বাদ দিয়ে, নতুন করে ফরিদপুর-২ আসন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এর বিরুদ্ধে স্থানীয়রা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।