সাবিনার জন্মদিনে চ্যানেল আইয়ের বিশেষ অনুষ্ঠান – Daily Bhorer Potrika

সাবিনার জন্মদিনে চ্যানেল আইয়ের বিশেষ অনুষ্ঠান

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: সেপ্টেম্বর ৪, ২০২৫

গুণী চলচ্চিত্র নির্মাতা মতিন রহমান একসময় বাংলাদেশের রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিতে বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপন করেন। তবে এখন আর তাকে উপস্থাপনায় দেখা যায় না। তবে এ সুযোগে আবারও তাকে আজকের দিনটিতে দেখা যাবে, যেখানে তিনি উপস্থাপনা করবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের জন্মদিনের বিশেষ সংবর্ধনায়। অনুষ্ঠানটি প্রচার হবে চ্যানেল আইয়ে। এ অনুষ্ঠানের উপস্থাপনা করছেন মতিন রহমান, যার পাশে ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব শাইখ সিরাজ।

একা এই অনুষ্ঠানে উঠে এসেছে সাবিনা ইয়াসমিনের জীবনধারা, তার শিল্পী হিসেবে ওঠার গল্প, সন্তানের সঙ্গে সম্পর্ক, শিল্পীর শিল্পের নেপথ্যের অনেক কাহিনী। বিশেষ এই তারকাকথন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের দুটি গুণী সঙ্গীত ব্যক্তিত্ব—সৈয়দ আবদুল হাদী ও কনকচাঁপা—জানাতে তারা শ্রোতাদের শুভেচ্ছা জানানো ছাড়াও শেয়ার করেছেন নানা স্মৃতি।

অনুষ্ঠানটি গত ২৬ আগস্ট চ্যানেল আই স্টুডিওতে ধারণ করা হয়। আজ, ৪ সেপ্টেম্বর, সাবিনা ইয়াসমিনের জন্মদিন উপলক্ষে এই বিশেষ তারকাকথন অনুষ্ঠানটি অতি নম্রভাবে দুপুর ১২টা ৩০ মিনিটে সম্প্রচারিত হবে। পরিচালনা করেছেন অনন্যা রুমা।

মতিন রহমান বলেন, ‘একসময় বিটিভিতে বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনা করতাম। তবে সময়ের অভাবে আর করতে পারিনি। চ্যানেল আইয়ের কর্তৃপক্ষের অনুরোধে আবারও এই ধরনের অনুষ্ঠান উপস্থাপনের সুযোগ পাওয়া গেছে। তারা একজনবিশিষ্ট শিল্পীর সঙ্গে তার সময়কার স্মৃতি নিয়ে কথা বলার জন্য আমাকে নির্বাচিত করেছিলেন। সাবিনা ইয়াসমিনের সঙ্গে আমার ১৯৭৩ সাল থেকে পরিচয়। আমি তার অভিনীত সিনেমায়ও গান করেছি। তার ইচ্ছা ছিল পুরনো দিনের স্মৃতি আর উপস্থাপনার মাধ্যমে অনুষ্ঠানকে আকর্ষণীয় করে তোলা। সব মিলিয়ে আমি এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছি।’

আরো যোগ করেন, ‘আমি একজন পেশাদার উপস্থাপক নই। যারা নিয়মিত উপস্থাপনা করেন, তাদের ভাষা আর ভঙ্গি সুন্দর হয়। আমাদের মধ্যে কিছুটা ঘাটতি থাকলেও, আমরা তথ্যের গুণগত মান ধরে রাখতে চেষ্টা করেছি। আমাদের প্রশ্নমালা, কথার পিঠে কথা, শিল্পীর সঙ্গে সৌহার্দ্য—এসব বিষয়গুলো অনুষ্ঠানটিকে অন্য সবার থেকে আলাদা করেছে।’