টি-টোয়েন্টি থেকে অবসর নিলেন মিচেল স্টার্ক – Daily Bhorer Potrika

টি-টোয়েন্টি থেকে অবসর নিলেন মিচেল স্টার্ক

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: সেপ্টেম্বর ৩, ২০২৫

অস্ট্রেলিয়ার সদ্যপ্রস্তুত তারকা পেসার মিচেল স্টার্ক আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তিনি জানান, আসন্ন টেস্ট সিরিজ ও ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের দিকে মনোযোগ কেন্দ্র করে এই সিদ্ধান্ত নিয়েছেন। ৩৫ বছর বয়সী স্টার্ক এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ৬৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন, যার মধ্যে সর্বশেষ তিনি অংশগ্রহণ করেছিলেন ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে।

স্টার্ক ২০২১ সালে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার উইকেটসংখ্যা ৭৯, যা অস্ট্রেলিয়ার সর্বোচ্চ দ্বিতীয় স্থানে। তার ক্যারিয়ারে অন্যতম সেরা পারফরম্যান্স ছিল ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ রানে ৪ উইকেট, যা তার ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার।

অবসর ঘোষণা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্টার্ক লিখেছেন, ‘টেস্ট ক্রিকেট আমার জন্য সবসময়ই গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ার হয়ে প্রতিটি টি-টোয়েন্টি ম্যাচ উপভোগ করেছি, বিশেষ করে ২০২১ বিশ্বকাপ। সেবার আমরা শিরোপা জিতেছি, শুধু তাই নয়, সেরা সতীর্থ ও দারুণ স্মৃতি গড়ার জন্যও এই ম্যাচগুলো আমার কাছে বিশেষ ছিল।’

অস্ট্রেলিয়া এখন ২০২৬ সালের মাঝামাঝি সময় থেকে ঘরোয়া ও আন্তর্জাতিক টেস্টে মনোযোগী হবে। এর মধ্যে রয়েছে বাংলাদেশের বিপক্ষে সিরিজ, দক্ষিণ আফ্রিকা সফর, নিউজিল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের সিরিজ। এরপর ২০২৭ সালের জানুয়ারিতে ভারতের মাটিতে পাঁচটি টেস্ট খেলা হবে, পাশাপাশি মেলবোর্নে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টের ১৫০তম বর্ষপূর্তির বিশেষ একটি ম্যাচও অনুষ্ঠিত হবে। একই বছর অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ এবং অ্যাশেজ সিরিজ।

এই সব পরিকল্পনা ও ভবিষ্যৎ লক্ষ্য তুলে ধরে স্টার্ক বলেন, ‘২০২৭ সালে ভারতের মাটিতে টেস্ট সিরিজ, অ্যাশেজ ও ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি নিতে নিজেকে ফিট ও সেরা ছন্দে রাখতে আমি মনে করি, এই সিদ্ধান্তটাই আমার জন্য সবচেয়ে উপযুক্ত। পাশাপাশি এই পদক্ষেপ আমাদের বোলিং গ্রুপকে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আরও ভালোভাবে প্রস্তুতি নেয়ার সুযোগ করে দেবে।’

আজকের খবর/ এমকে