সুষ্ঠু নির্বাচন হলে ছাত্রদলই বিজয়ী হবে ডাকসুতে, আশাবাদ রিজভীর – Daily Bhorer Potrika

সুষ্ঠু নির্বাচন হলে ছাত্রদলই বিজয়ী হবে ডাকসুতে, আশাবাদ রিজভীর

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: সেপ্টেম্বর ৩, ২০২৫

অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের প্যানেলই জয় লাভ করবে বলে আশা ব্যক্ত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, আন্দোলন, সংগ্রাম ও নীতি-আদর্শের দল হলো ছাত্রদল। যদি ঢাবির শিক্ষার্থীরা স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তাহলে নিঃসন্দেহে ছাত্রদলের দলই বিজয়ী হবে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা জেলা বিএনপির আয়োজিত আলোচনা সভা ও র‌্যালির আগে তিনি এ মন্তব্য করেন।

রিজভী আরও বলেন, বর্তমানে আলোচনায় থাকা পিআর পদ্ধতি সম্পর্কে অনেকের মধ্যে বিভ্রান্তি রয়েছে। তিনি বলেন, কিছু রাজনৈতিক দল হঠাৎ করে এই পদ্ধতির পক্ষে কথা বলছে, কিন্তু আসল ব্যাপার হলো, পিআর পদ্ধতি কি? জনগণ এই পদ্ধতি সম্পর্কে বলতে পারবে কি? সাধারণ মানুষ, গ্রামের মানুষ কি জানে এই পদ্ধতির কথা? এর কোন দৃষ্টান্ত নেই, এটা জনগণ চায় না।

এদিনের আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খোন্দকার আবু আশফাক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নিপুণ রায়। এছাড়াও বক্তব্য রাখেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু, তমিজ উদ্দিন ও স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জাহিদুল কবিরসহ আরও অনেকে।

আজকের খবর/ এমকে