গৌরনদীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির জন্য তিন ব্যবসায়ীর জরিমানা – Daily Bhorer Potrika

গৌরনদীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির জন্য তিন ব্যবসায়ীর জরিমানা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: আগস্ট ২৯, ২০২৫

বরিশাল জেলার গৌরনদী উপজেলার আশোকাঠী বাসস্ট্যান্ডের পাশ্ববর্তী গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পরিচালিত অভিযান চালিয়ে তিনটি ঔষধ বিক্রয় সংস্থাকে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার জন্য জরিমানা করা হয়েছে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দুপুরে, যখন ভ্রাম্যমাণ আদালত বিষয়ক অভিযান পরিচালনা করেন। এই অভিযানে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি নেতৃত্ব দেন। আদালতের সূত্রে জানা গেছে, আশোকাঠী মেডিক্যাল হলকে ৩,০০০ টাকা, নয়ন মেডিক্যাল হলকে ১৫,০০০ টাকা এবং কাউসার ড্রাগ হাউসকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ বেশকিছু ঔষধ জব্দ করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ সময় গৌরনদী মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।