পদ্মার এক পাঙাশ ৬৭ হাজার টাকায় বিক্রি – Daily Bhorer Potrika

পদ্মার এক পাঙাশ ৬৭ হাজার টাকায় বিক্রি

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: আগস্ট ২৭, ২০২৫

রাজবাড়ী দৌলতদিয়া নদীতে ধরা পড়া একটি বিশাল আকারের পাঙাশ মাছ বিক্রি হয়েছে ৬৭ হাজার টাকায়। আজ মঙ্গলবার দুপুরে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া কলাবাগান এলাকার পদ্মা নদীতে জেলেদের জালে এই মাছটি ধরা পড়ে। জানা যায়, মাছটি ওমর হালদার নামে এক জেলে তার জালে পাই แล้ว পরে তা বিক্রির জন্য নিয়ে যান। মাছটি ওমর হালদার নিজে ২ হাজার ৬০০ টাকা কেজি দরে ওই মাছটি নিলামে বিক্রি করেন, যার মোট মূল্য হয় ৬৫ হাজার ৭০০ টাকা। এক ব্যবসায়ী পরে সেই মাছটি ঢাকায় নিয়ে যান। ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, তারা ২ হাজার ৬০০ টাকা কেজি দরে মাছটি কিনেছিলেন, পরে ৫০ টাকায় লাভের মার্জিনে কেজি প্রতি ২ হাজার ৬৫০ টাকায় ঢাকার বড় ব্যবসায়ীর কাছে বিক্রি করেন। এই বিশাল মাছের অর্থমূল্য আজকের বাজারে চমকপ্রদ বলে মনে করা হচ্ছে।