বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘জুলাই মেমোরিয়াল প্রাইজ’ ঘোষণা – Daily Bhorer Potrika

বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘জুলাই মেমোরিয়াল প্রাইজ’ ঘোষণা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: আগস্ট ২৫, ২০২৫

দক্ষিণ কোরিয়ার বুসান শহরে অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নতুন একটি পুরস্কার যুক্ত করা হয়েছে। ‘বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল (বিআইএফএফ)’–এর ৩০তম আসরে এবার প্রথমবারের মতো ‘জুলাই মেমোরিয়াল প্রাইজ’ নামের এক আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হবে। এই পুরস্কারটি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতা ও তত্ত্বাবধানে অনুষ্ঠিত হচ্ছে। মূলত, ‘ভিশন এশিয়া’ সেকশনের প্রতিযোগিতায় অংশ নেওয়া চলচ্চিত্রগুলোর মধ্য থেকে একটি সিনেমাকে এ পুরস্কার দেওয়া হবে। নির্বাচিত ছবি হবে সমাজের ন্যায়বিচার, বাক ও মত প্রকাশের স্বাধীনতা, নাগরিক অধিকার এবং অসাম্যের বিরুদ্ধে লড়াইয়ের বিষয়বস্তুকে কেন্দ্র করে নির্মিত। বাংলাদেশ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, এই পুরস্কার বিজয়ী চলচ্চিত্রের নির্মাতাকে উৎসবের সমাপনী অনুষ্ঠানে তুলে দেওয়া হবে। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী এর উল্লেখ করেন, এই পুরস্কার মূলতটি জুরিয়ানদের উৎসাহিত করতে ও জুলাই গণঅভ্যুত্থানকে স্মরণীয় করে রাখতেই প্রবর্তিত হয়েছে। এই আয়োজনের মাধ্যমে শিক্ষিত ও সচেতন দর্শক শ্রোতা সম্প্রদায়ের মধ্যে ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কিত বার্তা পৌঁছে দেওয়া হবে।