বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, বাংলাদেশের দিকে বাঁকা চোখে তাকাবেন না। আমরা কারো খাইওনা, পরিও না। আমরা স্বাধীন ও সার্বভৌম জাতি। আমরা দেশের মানুষ জীবন মান উন্নয়নের সংগ্রামে ব্যস্ত। দেশের মর্যাদা ও স্বাধীনতা বিপন্ন হোক এটা আমরা কোন দিন মেনে নিব না।
রোববার চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভারতকে উদ্দেশ করে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ভারত সরকারের ভুল পররাষ্ট্রনীতির কারণে প্রতিবেশী দেশ মোদি সরকারের বিরুদ্ধে চলে গেছে। সুতরাং তাদের শিক্ষা নেওয়া উচিত। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে সুখী সমৃদ্ধশালী বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন বিএনপির নেতৃত্বে সে রকম একটি দেশ গঠন করা হবে। এ দেশে গণতন্ত্র আরও শক্ত ভিত্তিতে প্রতিষ্ঠিত হবে।
নগর বিএনপির সভাপতি এরশাদ উল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ছাড়াও নগর বিএনপির সাধারণ সম্পাদক নাজিমুর রহমান, বিএনপি নেতা সৈয়দ আজম উদ্দীন, শাহ আলম, হারুন জামান, আরইউ চৌধুরী শাহীন, ইয়াসিন চৌধুরী লিটন, আহমদ উল আলম চৌধুরী রাসেল, মোহাম্মদ শাহেদ প্রমুখ।