সম্প্রতি রাজধানী ঢাকায় ধর্মীয় সংগঠন হেফাজত ইসলাম বাংলাদেশ এর নাস্তিক ব্লগার বিরোধী পোস্টার লক্ষ্য করা যায়। একই ধরনের পোস্টারের দেখা মিলেছে সিলেট, নোয়াখালী, মাদারীপুর, বরিশাল সহ সারাদেশের বিভিন্ন এলাকায়। একই চিত্র দেখা গেছে বন্দর নগরী চট্টগ্রামেও।
সরেজমিনে দেখা গেছে, সারাদেশের বিভিন্ন এলাকার জনবহুল এলাকার বিভিন্ন দেয়ালে হেফাজতে ইসলাম বাংলাদেশের পোস্টার সাঁটানো রয়েছে।
এসব পোস্টারে লেখা আছে, ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবর। আল্লাহর আইন অমান্যকারী, ইসলামের শত্রু, নাস্তিক, আল্লাহর গজবপ্রাপ্ত, ইহুদি নাসারার এজেন্ট এমডি মিজানুর রহমান-এর বাংলাদেশের নাগরিকত্ব বাতিল করে প্রকাশ্যে ফাঁসি দাও, দিতে হবে। প্রচারেঃ হেফাজত ইসলাম বাংলাদেশ।’ পোস্টারে এমডি মিজানুর রহমান নামক একজন ব্লগারের ছবিও সম্বলিত রয়েছে।
এ প্রসঙ্গে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (দক্ষিণ) বিজয় বসাক পোস্টার এর সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা এই পোস্টারের বিষয়ে খবর পেয়েছি। চট্টগ্রামে কারা এসব পোস্টার লাগাচ্ছে তাদের বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।
খোঁজ নিয়ে জানা যায়, এমডি মিজানুর রহমান একজন সক্রিয় ব্লগার ও অধিকার কর্মী। তিনি ব্যক্তিগত ব্লগ ছাড়াও বিভিন্ন ম্যাগাজিনে ধর্মীয় গোঁড়ামি, সমকামী অধিকার, মানবাধিকার ও সমাজের নানান অসঙ্গতি নিয়ে নিয়মিত লেখালেখি করেন।