পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া – Daily Bhorer Potrika

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ১৮, ২০২৪

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ হাতছাড়া করেছিল অস্ট্রেলিয়া। তবে টি-টোয়েন্টিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছিল অজিরা। এবার তৃতীয় ও শেষ ম্যাচে বড় জয়ে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো স্বাগতিকরা। 

সোমবার (১৮ নভেম্বর) হোবার্টে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে অজিরা। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে অজি বোলারদের তোপে ১৮ ওভার ১ বলে মাত্র ১১৭ রানে অলআউট হয় সফরকারীরা।

দলের পক্ষে বাবর আজম করেন সর্বোচ্চ ২৮ বলে ৪১ রান। এছাড়া হাসিবুল্লাহ খান ১৯ বলে ২৪ ও শাহীন আফ্রিদি করেন ১২ বলে ১৬ রান, অস্ট্রেলিয়ার পক্ষে অ্যারন হার্ডি নেন ৩টি উইকেট।

১১৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। দলীয় ৩০ রানের মধ্যে জোড়া উইকেট হারায় তারা। ম্যাথুউ শর্ট ৪ বলে ২ ও জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক ১১ বলে ১৮ রান করে সাজঘরে ফিরে যান।

এরপর জস ইংলিশকে সঙ্গে নিয়ে পাকিস্তানের বোলারদের ওপর চড়াও হন মার্কাস স্টোনিয়াস। আগ্রাসী ব্যাটিংয়ে ৫৫ রানের জুটি গড়েন দুই ব্যাটার। তবে দলীয় ৮৫ রানে ২৪ বলে ২৭ রান করে ফিরে যান ইংলিশ।

এরপর ক্রিজে আসা টিম ডেভিডকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন স্টোনিয়াস। ফিফটি তুলে নেন তিনি। আর কোনো বিপদ না ঘটয়ে ৫২ বল হাতে রেখে ৭ উইকেটের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন এই দুই ব্যাটার। স্টোনিয়াস ২৭ বলে ৬১ ও টিম ডেভিড ৩ বলে ৭ রানে অপরাজিত থাকেন।