মতিউর রহমান চৌধুরীকে দেশ ছাড়তে বাধ্য করা হয় – Daily Bhorer Potrika

মতিউর রহমান চৌধুরীকে দেশ ছাড়তে বাধ্য করা হয়

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: আগস্ট ৫, ২০২৪

মানবজমিন-এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে দেশ ছাড়তে বাধ্য করা হয়। ছাত্র আন্দোলন যখন তুঙ্গে তখনই এক বিকেলে বিশেষ জায়গা থেকে ফোন আসে –আপনি বড্ড বাড়াবাড়ি করছেন। আপনার পত্রিকা উসকানিমূলক যতসব খবর প্রকাশ করছে। বিশেষ করে অনলাইনে এমন সব খবর দেয়া হচ্ছে যা বিরক্তিকর। আপনি নিজেকে শুধরান, নাহয় আপনাকে তুলে নেয়া হবে। একাধিকবার ফোনে এই হুমকি আসে। এক পর্যায়ে মতিউর রহমান চৌধুরী দেশত্যাগের সিদ্ধান্ত নেন।  অফিসে যাওয়া থেকে বিরত থাকেন। কিন্তু শত চাপের মধ্যেও মানবজমিন মাথা নত করেনি।

সিদ্ধান্ত অনুযায়ী ৩রা আগস্ট মতিউর রহমান চৌধুরী দেশ ছাড়তে বাধ্য হন।

এর আগে ২০১৬ সনে তিনি টানা আট মাস ইংল্যান্ডে থাকতে বাধ্য হন। একই সময় তার উপস্থাপনায় বাংলাভিশনের জনপ্রিয় টকশো ফ্রন্ট লাইন বন্ধ করে দেয়া হয়।