নিলামে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ জার্সি – Daily Bhorer Potrika

নিলামে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ জার্সি

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ৮, ২০২২

জার্সিটি পরে দুটো গোল করেছিলেন। দুটোই পেয়েছে অমরত্বের ছোঁয়া। একটি ফুটবলের অন্যতম সেরা গোল, অন্যটি ইতিহাসের অন্যতম বিতর্কিত গোল, যাকে ‘হ্যান্ড অব গড’  বলা হয়। আর্জেন্টিনা ভক্তদের বুঝতে বাকি নেই, কোন ম্যাচের কথা বলে হচ্ছে। 

১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালটা কি আর এমনি এমনি ভোলা যায়! তার কোনো কারণই যে রাখেননি দিয়েগো ম্যারাডোনা। যেই জার্সি পরে ম্যাচটি খেলেছিলেন এই কিংবদন্তি, সেটি তোলা হচ্ছে নিলামে।

গত ২০ বছর ধরে ম্যারাডোনার এই জার্সি ম্যানচেস্টারের জাতীয় জাদুঘরে পড়ে আছে। নিলামকারী প্রতিষ্ঠান সোথেবিস জানায়, ২০ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত চলবে ঐ জার্সির নিলাম। ঐ আসরে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের স্বাদ পেয়েছিল আর্জেন্টিনা, যার কারিগর ছিলেন ম্যারাডোনা। ২০২০ সালের নভেম্বরে না ফেরার দেশে পাড়ি জমান এই কিংবদন্তি।