ইউক্রেনের অলভিয়া বন্দরে হামলার শিকার বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’-এর ২৮ নাবিককে রোমানিয়ায় নেওয়ার প্রক্রিয়া চলছেবলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। শুক্রবার (৪ মার্চ) গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ইউক্রেইন থেকে প্রথমে পাশের দেশ মলদোভা হয়ে রোমানিয়ায় নেওয়া হবে। এরপর রোমনিয়া থেকে দেশে ফেরানো হবে।
ওই নৌযানে ক্ষয়ক্ষতির আর উদ্বেগের মধ্যে শুক্রবার বাংলা সমৃদ্ধিকে পরিত্যক্ত ঘোষণা করে ২৮ নাবিককে সরিয়ে নেওয়া হয়। হামলায় নিহত হাদিসুরের লাশও তাদের সঙ্গেই রয়েছে।
এর আগে গত বুধবার সন্ধ্যায় ইউক্রেনের অলভিয়া বন্দরে হামলার শিকার হয় বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’। ক্রুদের চেষ্টায় আগুন নেভানো গেলেও ব্রিজে থাকা জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মৃত্যু হয়।