নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে হেরে গেলেও কিছু যায় আসে না। কোনো অবস্থাতেই সরকারের গ্রহণযোগ্যতা বিলীন হতে দেওয়া যাবে না। যেকোনো মূল্যেই ভোট সুষ্ঠু হওয়া দরকার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।
রবিবার (১৬ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের বিদায়ি রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার কৃষিমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ ও মতবিনিময় করতে যান। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন কৃষিমন্ত্রী।
আব্দুর রাজ্জাক বলেন, নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে হেরে গেলে কোনো যায় আসে না। কোনো অবস্থাতেই সরকারের গ্রহণযোগ্যতাকে বিলীন হতে দেয়া যাবে না। যেকোনো মূল্যেই ভোট সুষ্ঠু হওয়া দরকার, তাহলেই জনগণ জিতে যাবে। সেখানে যাই ফল আসুক, আওয়ামী লীগ মেনে নেবে।