কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসির মেয়ে মারজিয়া বুশরা রোদেলা। গত ঈদে ‘আমি উড়ে যেতে চাই’ শিরোনামে একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এবার নিজের তৃতীয় মৌলিক গান নিয়ে হাজির হচ্ছেন রোদেলা। ‘বাধাহীন মনের গল্প’ শিরোনামের গানটি লিখেছেন মারুশা। সুর ও সংগীত করেছেন হাবিব ওয়াহিদ।
নিজের পর মেয়েও ক্যারিয়ারের শুরুর দিকে হাবিবের সুরে গান করার সুযোগ পাওয়ায় বেশ উচ্ছ্বসিত ন্যানসি।
ন্যানসি বলেন, ‘কিছুদিন আগে প্রকাশিত রোদেলার দ্বিতীয় মৌলিক গান ‘তোমাকে চাই’ হাবিব ভাইকে শোনার জন্য পাঠাই। তিনি খুব পছন্দ করেন। ‘বাধাহীন মনের গল্প’ গানটি রোদেলার জন্য পাঠান। এরপর শুক্রবার (৪ জুন) রাজধানীর গ্রিন রোডের হাবিবের স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে। রোদেলা অনেক সুন্দর গেয়েছে। ওর নতুন গানটি মাস দুয়েক পর হাবিবের অফিশিয়াল ইউটিউব চ্যানেল এইচডব্লিউ প্রডাকশনে অবমুক্ত হবে।’
নতুন গান প্রসঙ্গে রোদেলা বলেন, ‘গানটি আমার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। কারণ, আমি এর আগে যে ধরনের গান করেছি, এটা একেবারের ভিন্ন। নতুন গানটি মেলো-রক ঘরানার। আশাকরি গানটি সবার ভালো লাগবে।’
এদিকে হাবিব-ন্যানসি সর্বশেষ গেয়েছেন ‘বন্ধুরে’ শিরোনামের একটি গান। এটি প্রকাশ হয় ১ মে। একই মাসের ১২ তারিখ প্রকাশ হলো রোদেলার প্রথম মৌলিক গান ‘আমি উড়ে যেতে চাই।’