বরিশাল বিসিক শিল্পনগরীর ১১০টি অনুন্নত প্লট ভরাটের কাজ শুরু হয়েছে।গতকাল শনিবার সকালে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এবং বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার ফিতা কেটে ভরাট কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় বিসিকের উপ-মহাব্যবস্থাপক জালিস মাহমুদ এবং মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার রাজিবসহ অন্যরা উপস্থিত ছিলেন। ভরাট সম্পন্ন হয়ে গেলে বরিশাল বিসিকে আরো ১১০টি শিল্প করার জন্য জমি বরাদ্দ শুরু করবে কর্তৃপক্ষ। জালিস মাহমুদ বলেন, বরিশাল বিসিক শিল্প এলাকা আরো সমৃদ্ধ করার জন্য নিচু ৩৭ একর জমি ভরাটের উদ্যোগ নেওয়া হয় ২০১৯ সালের শুরুর দিকে। এ লক্ষ্যে ৬ কোটি টাকা বরাদ্দ দিয়ে একটি টেন্ডার আহ্বান করে কর্তৃপক্ষ। ইউনুস অ্যান্ড ব্রাদার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ভরাটের কাজ পেলেও প্রশাসনিক নানা জটিলতার কারণে নিচু জমি ভরাট বিলম্বিত হচ্ছিল। সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার উপস্থিত থেকে গতকাল বিসিকের অনুন্নত জমি ভরাট কাজের উদ্বোধন করেন। আজ রবিবার থেকে জমি ভরাট কার্যক্রম শুরু হবে বলে জানান উপ-মহাব্যবস্থাপক জালিস মাহমুদ। এটা বরিশালবাসীর জন্য একটি আনন্দের এবং সুখবর বলেও মন্তব্য করেন তিনি।