বঙ্গবন্ধু টি-২০ কাপের প্লেয়ার্স ড্রাফটে ‘এ’ গ্রেডের ক্রিকেটার দলে টানেনি মিনিস্টার গ্রুপ রাজশাহী। ‘এ’ গ্রেডে সাকিব আল হাসান ছিল দলটির প্রথম পছন্দ। তাকে হারিয়ে চার নম্বরে ডাক পাওয়া রাজশাহী দলে নেয়নি করোনায় আক্রান্ত মাহমুদউল্লাহ রিয়াদকেও। তবে বর্তমান দল নিয়ে অসন্তুষ্টি নেই তাদের। টুর্নামেন্ট শুরু হলে মাঠেই নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিতে চায় রাজশাহী।
গতকাল দলটির হেড কোচ সরোয়ার ইমরান এমনটাই বলেছেন। এদিন মিনিস্টার গ্রুপের হেড অফিসে রাজশাহী দলের জার্সি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে নাজমুল হোসেন শান্তকে দলের অধিনায়ক ঘোষণা করা হয়। ম্যানেজার হান্নান সরকার, ক্রিকেটাররা ছাড়াও রাজশাহী দল, মিনিস্টার মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ এবং প্রতিষ্ঠানের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল নিয়ে সন্তুষ্ট চেয়ারম্যান রাজ্জাক খান রাজ। গতকাল তিনি বলেছেন, ‘আমি দল নিয়ে সন্তুষ্ট এবং সবাই পারফরম করছে। পুরো দল যদি জেগে উঠতে পারে অবশ্যই আমরা ভালো জায়গায় যেতে পারব এবং ভালো পারফরম করতে পারব।’
নিজেদের পছন্দের সব ক্রিকেটার পাননি উল্লেখ করে সরোয়ার ইমরান বলেছেন, ‘এটাতো অবশ্যই ঠিক। আমরা শতভাগ যে জিনিসটা চিন্তা করেছি সেটা পাইনি। প্রিমিয়ার লিগে পারফরম করা বেশির ভাগ ক্রিকেটার আমরা নিয়েছি। আমি বলব পাঁচটা দলই কোনটা ভালো সেটা মাঠে প্রমাণ হবে।’
অলরাউন্ডার সাইফউদ্দিন, শেখ মেহেদী হাসান, ফরহাদ রেজা রয়েছেন এই দলে। ব্যাটিংয়ে আশরাফুল, শান্ত, ফজলে রাব্বি, রনি তালুকদার, সোহান, রকিবুল আছেন। ঘরোয়া ক্রিকেটের এসব পারফরমারই অধিনায়ক শান্তকে সাহস যোগাচ্ছে। গতকাল তিনি বলেছেন, ‘আমাদের দলে তিন-চারটা অলরাউন্ডার আছে। সাইফউদ্দিনের কথা বলা যায়, ফরহাদ রেজা ভাই, মেহেদী আছে তিনটা অলরাউন্ডার। আর ব্যাটিং ইউনিটটা আমি বলব বেশ গভীর। ওপরের দিকে রনি তালুকদার ভাই আছে, ফজলে রাব্বি ভাই আছে, আনিসুল ইমন একটা তরুণ ছেলে আছে। আমি যদি চিন্তা করি ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ভালো একটা কম্বিনেশন।’
অধিনায়কত্বের দায়িত্ব দেওয়ায় খুশি শান্ত। ম্যানেজমেন্টের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেছেন, ‘অবশ্যই খুব ভালো একটা সুযোগ, আমি সব সময় উপভোগ করি ব্যাপারটা। টিম ম্যানেজম্যান্ট আমাকে এই সুযোগটা করে দিয়েছে অবশ্যই আমি কৃতজ্ঞ।’
প্লেয়ার্স ড্রাফটে প্রথম ক্রিকেটার হিসেবে রাজশাহীতে সুযোগ পাওয়া সাইফউদ্দিন নিজের সেরাটা দিতে চান। তিনি বলেছেন, ‘ব্যক্তিগতভাবে আমি টিমের প্রথম কল হিসেবে সুযোগ পাওয়ায় আমার একটা দায়িত্ব থাকবে। ইনশাআল্লাহ চেষ্টা করব ব্যাটিং, বোলিং, ফিল্ডিং যাই হোক নিজের সেরাটা দেওয়ার।’