করোনায় আক্রান্ত মাহমুদুল্লাহ রিয়াদ – Daily Bhorer Potrika

করোনায় আক্রান্ত মাহমুদুল্লাহ রিয়াদ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ৮, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাবার আগে নিয়ম অনুযায়ী কোভিড-১৯ টেস্ট করাতে গিয়ে করোনা পজেটিভ রেজাল্ট আসে তার।

যারফলে, আগামীকাল সোমবার করাচি যাওয়া হচ্ছে না তার। এরই সাথে এবারের পিএসএলে মুলতান সুলতানসের হয়ে খেলাও সম্ভব হচ্ছে না তার। তবে, চলতি মাসের তৃতীয় সপ্তাহে শুরু হতে যাওয়া বিসিবির টি-টোয়েন্টি টুর্নামেন্টেও তার খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।

এ ব্যাপারে মাহমুদুল্লাহ জানান, করোনা টেস্টের রেজাল্ট পজেটিভ হওয়ায় তিনি নিজেও অবাক হয়েছেন।

তিনি বলেন, ‘পাকিস্তান যাওয়ার জন্যই পরীক্ষা করিয়েছিলাম ৬ তারিখ। পজেটিভ আসার পর চমকে গেছি। নিশ্চিত হওয়ার জন্য পরেরদিন আবার করালাম। এবারও পজেটিভ। এমনিতে কোনো সমস্যা নেই। দুই দিন আগে থেকে হালকা একটু ঠান্ডা লেগেছে, যেটা নরম্যালই হতে পারে। এছাড়া কোনো উপসর্গ নেই। আপাতত বাসায়ই আইসোলেশনে আছি।’

তিনি আরও বলেন, পিএসএলে খেলা হচ্ছে না, হতাশাজনক তো বটেই। যথেষ্ট সাবধান ছিলাম। তবু কীভাবে হলো জানি না। কিছু করার নাই। ভবিষ্যতে আবার সুযোগ আসবে ইনশাল্লাহ। এখন যাতে আমাদের টি-টোয়েন্টি টুর্নামেন্টটি খেলতে পারি, সেটাই আশা করছি।’