পুরুষ ও নারী ফুটবলারদের বেতন সমতায় আনলো ব্রাজিল – Daily Bhorer Potrika

পুরুষ ও নারী ফুটবলারদের বেতন সমতায় আনলো ব্রাজিল

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: সেপ্টেম্বর ৩, ২০২০

পুরুষ ও নারী দলের বেতন-ভাতায় সমতা আনার ঘোষণা দিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। এখন থেকে দেশটির পুরুষ জাতীয় দলের সমান বেতন পাবেন নারী দলের ফুটবলাররা। এক বিবৃতিতে বুধবার বিষয়টি নিশ্চিত করেছে সিবিএফ।

‘আর লিঙ্গ বৈষম্য নয়। পুরুষ ও নারীদের সমানভাবে দেখছে সিবিএফ। নারী দলে দুই জন কো-অর্ডিনেটর নিয়োগের কথাও বিবৃতিতে জানানো হয়েছে। পুরুষ ও নারী ফুটবলারদের বেতন বৈষম্যের বিষয়টি গত বছর সামনে আনেন যুক্তরাষ্ট্রের পেশাদার নারী ফুটবলাররা। যুক্তরাষ্ট্র ফুটবলের নীতি নির্ধারকদের বিরুদ্ধে খেলোয়াড়দের বেতন-ভাতা ও কাজের ক্ষেত্রে লিঙ্গ বৈষম্যের অভিযোগ তুলেছিলেন তারা।

তাদের এই অভিযোগ গত মে মাসে খারিজ করে দেয় একটি আদালত। গত নভেম্বরে ছেলে ও মেয়েদের মধ্যে বেতন বৈষম্য কমানোর ব্যাপারে খেলোয়াড়দের সংগঠনের সঙ্গে একমতে আসার ঘোষণা দেয় অস্ট্রেলিয়ার ফুটবল সংস্থা। একই পথে অনেকটা এগিয়ে গেছে নিউজিল্যান্ড ও নরওয়ে।

২০০৭ সালে বিশ্বকাপের ফাইনালে খেলেছিল ব্রাজিলের নারী ফুটবল দল, অলিম্পিকের ফাইনালে খেলেছিল ২০০৪ ও ২০০৮ সালে। তবে শিরোপা জেতা হয়নি কোনো বারই।