লা লিগায় আজ রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার ভাগ্য নির্ধারণের দিন। বৃহস্পতিবার রাতে আলাদা ম্যাচে মাঠে নামবে দল দুটি। আজই হয়তো নির্ধারণ হবে কাদের ঘরে যাচ্ছে এবারের লা লিগা।
পরিসংখ্যান বলছে আজকের ম্যাচে বার্সেলোনা যদি জেতে আর রিয়াল যদি হারে তা হলে শিরোপার আশা টিকে থাকবে মেসিদের।
একই সময় অপর ম্যাচে ভিয়ারিয়ালের বিরুদ্ধে জিতলেই তিন বছর পর ফের লা লিগা চ্যাম্পিয়ন হবে রিয়াল। লিগ চ্যাম্পিয়ন হওয়ার জন্য মাত্র দুই পয়েন্ট দরকার জিনেদিন জিদানের শিষ্যদের।
ভিয়ারিয়ালের বিপক্ষেই লিগ নিজেদের করে নিতে চান অধিনায়ক সার্জিও রামোস। এই স্প্যানিশ তারকা বলেন, ‘এখনও অনেক পয়েন্টের খেলা বাকি। আমরা সব ম্যাচ জয়ের চেষ্টা করব। আশা করি, বৃহস্পতিবার আমরা জয় দিয়েই শিরোপা উদযাপন করতে পারব।’
এদিকে রাত একটায় গেটাফের মুখোমুখি হবে অ্যাটলেটিকো মাদ্রিদ ও রিয়াল সোসিয়েদাদের সঙ্গে লড়বে সেভিয়া।