মহানগরীর পূর্ণাঙ্গ কমিটির যুগ্ম সম্পাদক হিসেবে নিযুক্ত হয়েছেন। তিনি বাংলাদেশে অবস্থানকালীন সময়ে হবিগঞ্জের বৃন্দাবন কলেজের ছাত্রদলের উদীয়মান ছাত্রনেতা ছিলেন এবং জেলা ও থানা ছাত্রদলের বিভিন্ন সভা-সমিতি, মিছিল-মিটিঙ্গে তার সরব উপস্থিতি ছিল। তিনি বৃন্দাবন কলেজে শিক্ষার্থী থাকাকালে আজমিরী ছাত্র কল্যাণ পরিষদ গঠন করেন সমাজের বিভিন্ন ইস্যু নিয়ে সামষ্টিক প্রয়াস গড়ে তুলবার জন্যে। তিনি এই পরিষদের প্রাতিষ্ঠানিক সভাপতি ছিলেন এবং এখনো প্রবাস থেকে নেতৃত্ব দিয়ে চলেছেন। যুক্তরাজ্য দীর্ঘদিন-এর রাজনৈতিক কার্যক্রমের ফলে এই পদনিযুক্তি, জানান মুকিত চৌধুরী। ফোনালাপে তিনি যোগ করেন তার রাজনৈতিক কর্মকাণ্ডের প্রধান উদ্দেশ্য তার হবিগঞ্জের ছাত্রদলের সতীর্থদের রাজনৈতিক হয়রানি, হেনস্থা ও নির্যাতনের ব্যাপারগুলো তুলে ধরা। তিনি এও জানান তিনি বিভিন্ন মাধ্যমে লিখালিখি করেও এই ইস্যুগুলো তুলে ধরবার চেষ্টা করে যাচ্ছেন। তিনি তারেক রহমান-এর অধীনে সরকার পতনের আন্দোলন চালিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেন।