করোনার কারণে পিছিয়ে গেল আইপিএল – Daily Bhorer Potrika

করোনার কারণে পিছিয়ে গেল আইপিএল

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ১৩, ২০২০

করোনা ভাইরাসের কারণে পিছিয়ে গেল ইন্ডিয়ান প্রিমিয়াম লীগের (আইপিএল) ১৩তম আসর। ২৯ মার্চের পরিবর্তে খেলা মাঠে গড়াবে ১৫ এপ্রিল। করোনা পরিস্থিতির সামগ্রিক দিক বিবেচনা করে শুক্রবার আইপিএলের গভর্নিং কাউন্সিল এ সিদ্ধান্ত নিয়েছে।

করোনা ভাইরাস নিয়ে উদ্বেগ বেড়েই চলেছে। বৃহস্পতিবার ভারতের কর্নাটকে করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭৫।

এর আগে আইপিএল আয়োজন থেকে সরে থাকতে পরামর্শ দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর বলেন, করোনা ভাইরাসে বিশ্বের এমন পরিস্থিতিতে আইপিএল আয়োজন না করাই ভালো হবে। এ বিষয়ে কোন সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে না। আইপিএল এর সিদ্ধান্ত নিবেন ভারতীয় ক্রিকেট বোর্ড।

এদিকে দেশটির ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছিলেন, এই মুহূর্তে যে খেলাধুলোর কোনও ইভেন্টে বেশি দর্শকের উপস্থিতি কাম্য নয়।