তারকাদের সন্তানদের তারকা ইমেজের মোহ কিছুটা কমই কাজ করে। ছোট থেকে তারকাদের মধ্যে গড়ে ওঠে নিজের জগত্। তাই একই অঙ্গনে যখন নিজের পেশাও শুরু হয় তখন নিজেকে তারকা মনে হওয়ার বাড়তি মোহ কাজ করে না অনেকেরই। তবে এর বিপরীতও হয়।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে সারা আলী খান বলেন, ‘আমার বাবা-মা দুজনই অভিনেতা। কিন্তু আমার মনে হয় না যে, আমি তারকাদের পরিবারে বড় হয়েছি। আমার বাবা যেমন সব সময়ে পড়াশোনার বিষয় খুব গুরুত্ব দিয়েছেন। আর মা সবসময় বলেছেন, মাথা সব সময়ে নিচু রাখবে, কথা বলবে তোমার কাজ।’
এই জন্যই কোনোদিনই বলিউডের তারকার সন্তান বলে নিজেকে মনে করতে পারেননি তিনি। সাইফ আলী খান ও অমৃতা সিং-এর মেয়ে আরও বলেন, ‘আমি কোনোদিনই বলিউডের কাছাকাছি ছিলাম না। আমার মনেই হয় না যে, আমি তারকাদের পরিবারের মানুষ। আমি নিজেকেও তারকা হিসেবে দেখি না।’
এছাড়া ছোটবেলার কথাও শেয়ার করেছেন সারা। অভিনেত্রী বলেন, ‘আমি ছোটবেলায় খুব দুষ্টু ছাত্রী ছিলাম। সবার সঙ্গে নানা ধরনের প্র্যাঙ্ক করতাম। একবার মনে আছে ফ্যানের ব্লেডে আমি আঁঠা ফেলে দিয়েছিলাম। তারপরে ফ্যান চালানোর সঙ্গে সঙ্গে সেই আঁঠা সবার গায়ে পড়েছিল। আমাকে প্রায় সাসপেন্ড করে দেওয়া হচ্ছিল এই কাণ্ড ঘটানোর জন্য। আমার প্রিন্সিপাল জিজ্ঞেস করেছিলেন আমি কেন এটা করেছি। কিন্তু আমার কাছে কোনো উত্তর ছিল না।’
তবে শুধু বাবা ও মা নয়, কারিনা কাপুরের থেকেও একটি জিনিস শিখেছেন সারা। সারা বলেন, ‘আমি কারিনা কাপুর ও তার কাজকে খুবই পছন্দ করি। কারিনা খুবই পেশাদার। সবসময়ই তার কাজকে খুব গুরুত্ব দেন তিনি। কারিনার কাজকে নিয়মিত অনুসরণ করি আমি।’