নতুন করে আর কেউ করোনায় আক্রান্ত হননি: আইইডিসিআর – Daily Bhorer Potrika

নতুন করে আর কেউ করোনায় আক্রান্ত হননি: আইইডিসিআর

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ৯, ২০২০

বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত তিনজন শনাক্ত হওয়ার পর গত ২৪ ঘণ্টায় নতুন করে আর কেউ করোনায় আক্রান্ত হননি বলে জানিয়েছে আইইডিসিআর।

সোমবার আইইডিসিআরের পরিচালক ডা. মীর্জাদে সাবরিনা ফ্লোরা এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

তিনি বলেন, গতকালের পর থেকে ২৪ ঘণ্টায় নতুন করে আর কারো আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ফলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার কোন প্রয়োজন নেই।

সাবরিনা ফ্লোরা বিদেশ ফেরতদের নিজস্ব কুয়ারেন্টাইনে অবস্থান করার পরামর্শ দিয়েছেন। তিনি অন্য কারো সঙ্গে মেলামেশা না করার অনুরোধ জানান।

তিনি আরও বলেন, বিদেশ থেকে কেউ আসলেই, তিনি করোনা ভাইরাসের জীবাণু বহন করে নিয়ে এসেছেন, এমনটি ভাববার কোন কারণ নেই।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ জানান, করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য সারাদেশে সরকারি হাসপাতালে পৃথক ইউনিট করা হয়েছে। বেসরকারি হাসপাতালগুলোতেও অনুরূপ পৃথক ইউনিট করা হবে।

স্বাস্থ্য অধিদফতরের প্রধান আতঙ্কিত না হতে এবং কোন ধরনের গুজব না ছড়াতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।