কুয়েত প্রত্যাগতদের মিলনমেলায় গান গাইলেন কোনাল – Daily Bhorer Potrika

কুয়েত প্রত্যাগতদের মিলনমেলায় গান গাইলেন কোনাল

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ১৫, ২০২০

‘বাংলাদেশ-কুয়েত বন্ধুত্ব দীর্ঘজীবী হোক’ এই স্লোগানকে সামনে রেখে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে কুয়েত ফেরাদের মিলনমেলা।পূর্বাচল সিটির সী-শেল পার্কে শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই মিলনমেলা। এতে গান গেয়ে মাতিয়েছেন চ্যানেল আই সেরাকন্ঠ ও কুয়েত প্রত্যাগত সোমনুর মনির কোনাল। এ সময় উপস্থিত সবাই এক মূহুর্তের জন্য কুয়েতের সেই প্রবাস জীবনে ফিরে যান।

মিলনমেলার আহ্বায়ক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব মনির হোসেন মন্টু।

আলোচনা সভায় বক্তারা কুয়েতে দীর্ঘ প্রবাস জীবনের স্মৃতি তুলে ধরেন। কুয়েত ও দেশে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য সম্মাননা পুরস্কার প্রদান করা হয় বেশ কয়েকজনকে।

সম্মাননাপ্রাপ্তরা হলেন মো. সেলিম রেজা, গাজী হাফিজুর রহমান লিকু, আবুল কাসেম, মনিরুল ইসলাম, কবির হোসেন, নাসিমা লুৎফুর, সোমনুর মনির কোনাল, মমিন চৌধুরী, সাব্বির আহমেদ সুবীর, আবদুস সামাদ বেপারী।

মিলনমেলায় সাংবাদিক সাব্বির আহমেদ সুবীর সম্পাদিত কুয়েতের ইতিহাস ঐতিহ্য ও প্রত্যাগতদের ছবি সম্বলিত একটি রঙিন ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়। র‌্যাফেল ড্র ও বিভিন্ন ধরনের খেলাধুলার মধ্য দিয়ে শেষ হয় এই মিলনমেলা। এতে কুয়েত প্রত্যাগত ৬ শতাধিক পরিবার অংশগ্রহণ করেন।