উত্তরা ট্রাফিক পুলিশের কাছে হুমকি: দুই যুবকের জেল ও জরিমানা – Daily Bhorer Potrika

উত্তরা ট্রাফিক পুলিশের কাছে হুমকি: দুই যুবকের জেল ও জরিমানা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: অক্টোবর ৩০, ২০২৫

৫ আগস্টে হামলার হুমকি দিয়ে পুলিশকে অশোভন ভাষায় গালাগাল করার ঘটনা ঘটে উত্তরা এলাকাও। এই ঘটনায় দুই যুবক— সাদিকুর রহমান এবং আব্দুর রহিম—কে জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ঘটনাটি ঘটে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার বিএনএস সেন্টারে বুধবার (২৯ অক্টোবর)। পুলিশ বলছে, সকালে ট্রাফিক সার্জেন্ট আলী হেলমেট না পরায় মোটরসাইকেলকে সিগন্যাল দেন। তখনই সাদিকুর রহমান ও আব্দুর রহিম তাদের অশোভন ভাষায় গালাগাল করতে শুরু করেন এবং হুমকি দেন, ‘৫ আগস্টে আমরা পুলিশ মেরে ঝুলিয়ে রেখেছি। এখন দেখছি আবার আপনাদের মেরে ঝুলিয়ে রাখতে হবে।’ এই ভয়ঙ্কর ভাষার অপরাধের পর সার্জেন্ট আলী বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে উত্তরা পশ্চিম থানা-পুলিশ তাদের আটক করে। আদালত তাদের সবাইকে উপযুক্ত শাস্তি দেয়; সাদিকুর রহমানকে এক মাসের জেল এবং আব্দুর রহিমকে ৫০০ টাকা জরিমানা করে। এই ঘটনায় পুলিশের পাশাপাশি সাধারণ মানুষও উদ্বিগ্ন, পুলিশ এখন আরও কঠোর পদক্ষেপে অঙ্গীকারবদ্ধ।