গতকাল অধার্মিক নামক একটি ম্যাগাজিনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ এনে এই ম্যাগাজিনের সম্পাদক সহ মোট ১২ জন লেখকের বিরুদ্ধে ঢাকার সিএমএম ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন মোঃ আনোয়ার হোসেন নামক একজন হেফাজত কর্মী।
বাদী আনোয়ার হোসেন মামলার আবেদনে অভিযোগ করেন যে অধার্মিক নামক ম্যাগাজিনটি দীর্ঘদিন ধরে ইসলাম ধর্ম তথা ইসলামের মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও বিভিন্ন হুজুর আলেমদের নিয়ে ঠাট্টা মস্করা ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রকাশ করে ইসলামের বিরুদ্ধে কটূক্তি করছে এবং বাংলাদেশে নাস্তিক্যবাদকে উস্কে দিচ্ছে।
এ মামলায় সম্পাদক এমডি সাইফুর রহমান সহ সর্বমোট ১২ জন লেখকের বিরুদ্ধে অভিযোগ করা হয়। মামলাটির আসামীরা হলেনঃ এমডি সাইফুর রহমান, লিমন খন্দকার, আরিফুল ইসলাম প্রান্ত, সুব্রত শুভ, শাহমিরান আহমেদ, মুবাশ্বিরিন মনোয়ারা, মনির হাসান, সৈয়দা মহসিনা ডালিয়া, উম্মে আয়মন নিশু, নাফিউর রেজয়ান, নিলুফার হক, রেহানা আক্তার।
বাদী মোঃ আনোয়ার হোসেন -এর সাথে এ বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, “এই নাস্তিক কুলাঙ্গার গুলো আমাদের দেশের শত্রু। তারা এই ম্যাগাজিনের মাধ্যমে ইসলামের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে অনেক দিন ধরে। আমরা বেঁচে থাকতে ইসলামের বিরুদ্ধে এ গভীর ষড়যন্ত্র হতে দিবো না। আমরা সব সময় সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি, কিন্তু তাঁরা কোন এই নাস্তিকদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করেননি। তাই আমি বাধ্য হয়েই মামলাটি করেছি।”
এ বিষয়ে তাঁরই আরেক সহযোগী এবং হেফাজত কর্মী কায়ছর আহমেদ বলেন, “নাস্তিকদের কারনে আজ সারাদেশে অনেক অশান্তি, তারা ইসলামকে প্রশ্নবিদ্ধ করতে চায়। আমরা তাঁদের এই ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে প্রস্তুত। আমি স্পষ্ট বলে রাখি, ৯২ ভাগ মুসলমানের দেশে নাস্তিকদের ১ ইঞ্চিও জায়গা হবেনা।”
খোঁজ নিয়ে জানা যায় অধার্মিক নামের ম্যাগাজিনটি বেশ কয়েক বছর ধরে নাস্তিক্যবাদী লেখা প্রচার করে আসছে। এর আগেও এই ম্যাগাজিনের বিরুদ্ধে একাধিকবার ধর্ম অবমাননার অভিযোগ আনা হয়েছে। এই ম্যাগাজিনটি সহ নাস্তিকতা বিষয়ক সকল ম্যাগাজিন বন্ধ ও ব্যান করার দাবিতে হেফাজত এ ইসলাম বেশ অনেক দিন যাবত বিভিন্ন ধরনের সভা-সমাবেশ করে আসছে।