করোনায় শনাক্ত ফের ঊর্ধ্বমুখী – Daily Bhorer Potrika

করোনায় শনাক্ত ফের ঊর্ধ্বমুখী

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ৫, ২০২২

দেশে একদিনে করোনায় শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ফের ঊর্ধ্বমুখী। বুধবার (৫ জানুয়ারি) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশে ৮৯২ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। আর করোনায় মৃত্যু হয়েছে ৩ জনের।

নমুনা পরীক্ষার বিপরীতে দৈনিক শনাক্তের হার আবার ৪ শতাংশ ছাড়িয়েছে। মঙ্গলবার নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৩ দশমিক ৯১ শতাংশ। বুধবার তা বেড়ে ৪ দশমিক ২০ শতাংশ হয়েছে।

বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন রোগীদের নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৮ হাজার ৮০৭ জনে। আর এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৯০ জনে।

গত বছরের ৮ মার্চ বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে। রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যু হয়।