পিএসজি মেসিকে নিজেদের খেলোয়াড় হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পর মাত্র ৩০ মিনিটের মধ্যে আর্জেন্টাইন তারকার সব জার্সি বিক্রি হয়ে গেছে। প্যারিসে ইতিমধ্যেই মেসি কতটা জনপ্রিয়, তার প্রমাণ পাওয়া গিয়েছিল আর্জেন্টাইন তারকা প্যারিসে পা রাখার আগেই। এত কম সময়ে এত জার্সি বিক্রি হয়ে যাওয়ায় তা আরও একবার প্রমাণ হল।
প্যারিস সঁ জঁ-র ৩০ নম্বর জার্সি এখন গোটা ফুটবল বিশ্বে চর্চার বিষয়। সংখ্যাতেও মিল। পিএসজি-র ৩০ নম্বর জার্সি বিক্রি হতে সময় লাগল মাত্র ৩০ মিনিট। সেই জার্সি যে পরতে চলেছেন লিয়োনেল মেসি। মঙ্গলবার পিএসজি-র ওয়েব সাইটে মেসির জার্সি বিক্রির কথা ঘোষণা করা হয়।
মেসির জার্সি বেশ চড়া দামেই বিক্রি করেছে পিএসজি।মেসির জার্সির দামই সবচেয়ে বেশি—১৫৭.৯৯ ইউরো। বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা প্রায় ১৫ হাজার ৭২০ টাকা। তবে এখনও আন্তর্জাতিক বাজারে আসেনি মেসির জার্সি। করোনা ভাইরাসের কারণে এই সতর্কতা নিয়েছে প্যারিসের ক্লাব।