আলোচিত বাংলাদেশের গরু ‘রাণী’ এবার বিশ্ব মিডিয়াতেও খবর হয়ে উঠেছে। বিশ্বের সবচেয়ে ছোট গরু ‘রাণী’কে নিয়ে খবর প্রকাশ করেছে গালফ নিউজ, এনডিটিভি, হিন্দুস্থানস টাইমস, ফ্রান্স২৪ সহ আরও বেশকিছু গুরুত্বপূর্ণ সংবাদমাধ্যম।
এসব খবরে বলা হয়, লকডাউনেও হাজার হাজার দর্শণার্থী রাণীকে দেখতে আসছেন। গত তিনদিনে প্রায় ১৫ হাজার দর্শণার্থী রাণীকে দেখতে আসেন বলে জানান রাণীর মালিক কাজী আবু সুফিয়ান।
সাভারের আশুলিয়ার চারিগ্রামের এই ‘রাণী’ হলো পৃথিবীর সবচেয়ে ছোট গরু। উচ্চতা মাত্র ২০ ইঞ্চি। লম্বায় ২৭ ইঞ্চি। এই খর্বাকৃতির গরুটির ওজন মাত্র ২৬ কেজি। বয়স প্রায় দুই বছর। দেখতে একটি বন বিড়ালের মতো। বক্সার ভূট্টি জাতের এই খর্বাকৃতির গরুটিকে বিশ্ব রেকর্ডে জায়গা করে দিতে ইতিমধ্যে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে এটির মালিক আবু সুফিয়ান। পরীক্ষা নিরীক্ষায় উত্তীর্ণ হলে বিশ্বে ছোট গরুর রেকর্ডে ভারতকে পেছনে ফেলতে যাচ্ছে বাংলাদেশ।
গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে সর্বশেষ তথ্য অনুযায়ী-এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে ছোট গরুটি রয়েছে ভারতের কেরালা রাজ্যে। ৪ বছর বয়সী ওই গরুটি লাল রঙের। যেটির উচ্চতা ২৪ ইঞ্চি (২ ফুট)। আর ওজন ৪০ কেজি। গরুটির নাম নাম ‘মানিকিয়াম’। ভারতের গরুটি ল্যাব্রাডার কুকুরের চেয়েও ছোট। দক্ষিণ ভারতের রাজ্য কেরালার আথোলিতে বাস মানিকিয়ামের। এর মালিক অক্ষয় এনভি নামের এক ব্যক্তি। এদিকে সাভারের আশুলিয়ার চারিগ্রামে পাওয়া গরু ‘রাণী’ ভারতের ‘মানিকিয়াম’ এর চেয়েও কম ওজন ও উচ্চতার।